অস্ট্রেলিয়ার কাছে টেস্টের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এমন লজ্জার পর এবার বড় এক দুঃসংবাদ পেল ক্যারিবীয়রা।
টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ধীর গতির বোলিংয়ের কারণে জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করার কারণে ক্যারিবীয়ান ক্রিকেটারদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। ঐ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করেছে ওয়েস্ট ইন্ডিজ। এজন্য ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি ম্যাচ অফিসিয়ালদের শাস্তি মেনে নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।