জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটির দিন ঘোষণা করেছে সরকার। সেই অনুসারে, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগেই ওইদিন ছুটি থাকবে।
উল্লেখ্য, সরকার ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি বছর ৫ আগস্ট সারাদেশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এবং এ উপলক্ষে সাধারণ ছুটি কার্যকর থাকবে।