অনলাইন এডিটরস অ্যালায়েন্সের পক্ষে সভাপতি হাসান শরীফ এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের পক্ষে প্রতিনিধি অলিভিয়া ছু এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে। তিনি বলেন, অনলাইন সাংবাদিকতার গুরুত্ব দিন দিন বাড়ছে, এই সমঝোতা চীন-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
আলোচনা পর্বে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ বলেন, এই যৌথ উদ্যোগ দুই দেশের সাংবাদিকতার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি চীনের পর্যটন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে যৌথ কাজের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল প্রস্তাব দেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে যৌথভাবে অ্যাওয়ার্ড চালু করা যেতে পারে।
ভাইস প্রেসিডেন্ট লুৎফর রহমান হিমেল বলেন, একসাথে কাজ করলে শক্তি বহুগুণে বেড়ে যায়, এই সমঝোতা নতুন দ্বার উন্মোচন করবে।
সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদ বলেন, চীন সম্পর্কে তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে দুই দেশের মধ্যে অনেক সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি লুৎফর রহমান হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক কবীর আহমেদ, অর্থ সম্পাদক মঈন বকুল, অফিস সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক এবং নির্বাহী সদস্য মনসুরা চামেলী।
বক্তারা বলেন, তথ্য বিনিময়, প্রশিক্ষণ ও অ্যাওয়ার্ডের মাধ্যমে দুই দেশের সাংবাদিকদের মধ্যে সহযোগিতা আরও গভীর হবে এবং সাংবাদিকতা পেশা হবে আরও প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ।