ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের বিরোধিতায় ঢাবি শিক্ষার্থীদের লাল কার্ড সমাবেশ এমপিওভুক্ত শিক্ষকদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা জারি চীন-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক জোরদারে চুক্তি স্বাক্ষর পুলিশের ১১ দিনের বিশেষ অভিযান শুরু চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ভারি বৃষ্টিতে বেইজিংয়ের পাহাড়ি অঞ্চলে ৩৪ জনের প্রাণহানি, স্কুল-পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা মিয়ানমারের বিরল খনিজের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ৯৮৯ কোটি টাকা ব্যয়ে দুই কার্গো এলএনজি কিনবে সরকার ইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করছে মেটা প্রথমবারের মতো চীনে রিটেইল স্টোর বন্ধ করছে অ্যাপল এআই সারাংশের ফলে ব্যাপক হারে কমছে অনলাইন সংবাদ পাঠক ৯ মাসেই হাফেজ কুমিল্লার ৯ বছরের গালিব যে কারির কণ্ঠে প্রথম পূর্ণ কোরআন রেকর্ড করা হয় জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স শূন্য ৯ ব্যাংক, রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক! পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে পিএসসির সংশোধনী সংসদ নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য নিয়োজিত থাকবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফিউচার ইনভেস্টমেন্ট সম্মেলনে অংশ নিতে সৌদি যুবরাজের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা ইউনূস বর্তমান সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই: জিএম কাদের

গাজায় শান্তি না এলে যুক্তরাজ্যের স্বীকৃতি পাবে ফিলিস্তিন, ঘোষণা সেপ্টেম্বরে

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১২:৩৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১২:৩৪:৫৩ পূর্বাহ্ন
গাজায় শান্তি না এলে যুক্তরাজ্যের স্বীকৃতি পাবে ফিলিস্তিন, ঘোষণা সেপ্টেম্বরে ছবি সংগৃহীত

ফিলিস্তিন সংকট সমাধানে এক যুগান্তকারী অবস্থান নিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যদি ইসরাইল গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে না আসে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতি না দেয়, তাহলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইসরাইল যদি পশ্চিম তীর দখল না করার নিশ্চয়তা না দেয় এবং গাজায় সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে যুক্তরাজ্য এ সিদ্ধান্তে এগোবে।

স্টারমার আরও বলেন, হামাসকে ইসরাইলের সঙ্গে কোনোভাবেই তুলনা করা যায় না। তিনি হামাসের প্রতি যুদ্ধবিরতির জন্য চুক্তিতে আসা এবং জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে হামাসকে গাজার শাসন থেকে দূরে রাখার পক্ষে অবস্থান জানান তিনি।

যুক্তরাজ্যের এই অবস্থানের পাশাপাশি ফ্রান্সও একই পথে হাঁটছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত ২৪ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জানান, তার দেশও সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তির প্রতিশ্রুতি থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে যুক্তরাজ্য জানায়, সেপ্টেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা পরিস্থিতি পর্যালোচনা করে দেখবে। স্টারমার বলেন, মূল লক্ষ্য হলো—জিম্মিদের মুক্তি, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং গাজা উপত্যকার মানবিক বিপর্যয়ের অবসান ঘটানো।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কর্মস্থলে অনুপস্থিতির দায়ে গণপূর্তের ৬ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতির দায়ে গণপূর্তের ৬ কর্মকর্তা বরখাস্ত