ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ সই হচ্ছে না আজ যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানিতে চীনকে পেছনে ফেলল ভারত ভারতের ওপর এবার ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ১৮ দেশে সুনামি সতর্কতা আশাবাদী বাংলাদেশ, ভবিষ্যতে ট্রাম্পের বিধিনিষেধের শঙ্কায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের উদ্যোগ ‘বীর’ পুঁজিবাজারে অবাঞ্ছিত সালমান, শায়ান ও শিবলী রুবাইয়াত ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারাবীর জামিন মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের বিরোধিতায় ঢাবি শিক্ষার্থীদের লাল কার্ড সমাবেশ এমপিওভুক্ত শিক্ষকদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা জারি চীন-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক জোরদারে চুক্তি স্বাক্ষর পুলিশের ১১ দিনের বিশেষ অভিযান শুরু চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ভারি বৃষ্টিতে বেইজিংয়ের পাহাড়ি অঞ্চলে ৩৪ জনের প্রাণহানি, স্কুল-পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা মিয়ানমারের বিরল খনিজের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ৯৮৯ কোটি টাকা ব্যয়ে দুই কার্গো এলএনজি কিনবে সরকার ইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করছে মেটা প্রথমবারের মতো চীনে রিটেইল স্টোর বন্ধ করছে অ্যাপল এআই সারাংশের ফলে ব্যাপক হারে কমছে অনলাইন সংবাদ পাঠক

জোয়ারে লণ্ডভণ্ড পারকি সৈকত

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১২:২৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১২:২৬:২৭ পূর্বাহ্ন
জোয়ারে লণ্ডভণ্ড পারকি সৈকত ঢেউয়ের তীব্রতায় বাঁধের ক্ষতি, উপড়ে পড়েছে ঝাউগাছ, বৈদ্যুতিক খুঁটি ও ৮ দোকান
গত তিন দিনের টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়ে উপকূলে আঁচড়ে পড়ছে। এতে পারকি সৈকতের ঝাউগাছ উপড়ে পড়েছে সৈকতের বালু চর আর দোকানপাটের ওপর। ঢেউয়ের আঘাতে ভেঙে পড়েছে সৈকতের রক্ষা বাঁধ। ক্ষতিগ্রস্ত হয়েছে সৈকতের ৮টি দোকান। ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। লণ্ডভণ্ড হয়ে পড়েছে সৈকত এলাকা। সৈকতের ব্যবসায়ীদের অভিযোগ বন বিভাগের নীরবতায় সৈকতের শত শত ঝাঁউগাছ বিলীন হওয়ার অবস্থায় রয়েছে। গত ১ বছরে জোয়ারের ঢেউয়ের আঘাতে অনেক গাছ বিলীন হয়ে গেলেও এসব ঝাউগাছ রক্ষায় কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এতে পুরো পারকি সৈকত হুমকিতে পড়েছে। তীব্র ভাঙন দেখা দিয়েছে। আগ্রাসী ঢেউয়ের আঘাতে সরে যাচ্ছে সৈকতের বালি। অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। গতকাল সরেজমিনে পারকি সমুদ্র সৈকত ঘুরে দেখা যায়, অস্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি কয়েক ফুট বেড়ে সৈকতের বেড়িবাঁধ ও ঝাউ বাগানে বড় বড় ঢেউ আঘাত হানছে। সৈকতের বালু চর ও দোকানপাটের ওপর পড়ে আছে ঝাউগাছগুলো।
 
সৈকতের ব্যবসায়ীরা জানান, সৈকতের মূল আকর্ষণ ঝাউবাগান। আর এই ঝাউবাগানে বন বিভাগের কোনো ধরনের নজরদারি না থাকায় গত কয়েক বছরে সৈকতের ঝাউগাছগুলো হারিয়ে গেছে। বর্তমানে এক কিলোমিটারের বেশি ঝাউবাগানের পরিধি কমতে কমতে অনেক ছোট হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী বর্ণ হক জানান, পারকি সৈকত রক্ষায় জনস্বার্থে পানি উন্নয়বোর্ড একটি নতুন প্রকল্প গ্রহণ করেছে। পারকি সাপমারা খালের মুখ থেকে পারকি সৈকতের বঙ্গোপসাগর অংশে ভাঙন ঠেকাতে একটি প্রকল্প অনুমোদনের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদনের পর বাস্তবায়ন করা গেলে পারকি সৈকত অনেকটা ভাঙন মুক্ত হবে। ইতিমধ্যে পারকি সৈকত এলাকায় বাঁধ রক্ষায় জরুরি ভিত্তিতে জিও টিউব ব্যাগ বসানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই সনদ সই হচ্ছে না আজ

জুলাই সনদ সই হচ্ছে না আজ