অ্যাপল জানিয়েছে, দালিয়ান শহরের ঝোংশান ডিসট্রিক্টের পার্কল্যান্ড মলে অবস্থিত স্টোরটি আগামী ৯ আগস্ট বন্ধ করে দেয়া হবে। শপিংমলের পরিবেশ ও পরিস্থিতি পরিবর্তনের কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে টেক জায়ান্টটি।
উল্লেখ্য, চীনজুড়ে অ্যাপলের প্রায় ৫৬টি স্টোর রয়েছে, যা বৈশ্বিক ৫৩০টির বেশি আউটলেটের ১০ শতাংশেরও বেশি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সব সময় অনলাইনে এবং বৃহত্তর চীনের ৫০টিরও বেশি অ্যাপল স্টোরে গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিতে চেষ্টা করি।’
অ্যাপল জানিয়েছে, পার্কল্যান্ড মল থেকে অনেক প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নেয়ায় তারাও স্টোরটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদন বলছে, দালিয়ান শহরে অ্যাপলের দুটি স্টোর রয়েছে। এর মধ্যে একটি বন্ধ করা হচ্ছে। অপরটি অলিম্পিয়া ৬৬ শপিং কমপ্লেক্সে অবস্থিত এবং সেটি খোলা থাকবে। তবে বন্ধ হতে যাওয়া স্টোরের কর্মীদের অন্য স্টোরে কাজের সুযোগ দেয়া হবে।
সামগ্রিকভাবে চীনের বাজারে আবার শক্ত অবস্থানে ফেরার চেষ্টা করছে অ্যাপল। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনে অ্যাপলের বিক্রি ২ দশমিক ৩ শতাংশ কমে ১৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে। যদিও বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটি ১৬ দশমিক ৮ বিলিয়ন ডলার আয় করবে বলে পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা।
অ্যাপল আরো জানিয়েছে, টেক জায়ান্টটি ১৬ আগস্ট শেনজেনের একটি বড় শপিংমলে নতুন স্টোর চালু করতে যাচ্ছে। এছাড়া আগামী এক বছরের মধ্যে বেইজিং ও সাংহাইয়ে আরো কিছু স্টোর চালুর পরিকল্পনাও রয়েছে।