ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীন-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক জোরদারে চুক্তি স্বাক্ষর পুলিশের ১১ দিনের বিশেষ অভিযান শুরু চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ভারি বৃষ্টিতে বেইজিংয়ের পাহাড়ি অঞ্চলে ৩৪ জনের প্রাণহানি, স্কুল-পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা মিয়ানমারের বিরল খনিজের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ৯৮৯ কোটি টাকা ব্যয়ে দুই কার্গো এলএনজি কিনবে সরকার ইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করছে মেটা প্রথমবারের মতো চীনে রিটেইল স্টোর বন্ধ করছে অ্যাপল এআই সারাংশের ফলে ব্যাপক হারে কমছে অনলাইন সংবাদ পাঠক ৯ মাসেই হাফেজ কুমিল্লার ৯ বছরের গালিব যে কারির কণ্ঠে প্রথম পূর্ণ কোরআন রেকর্ড করা হয় জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স শূন্য ৯ ব্যাংক, রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক! পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে পিএসসির সংশোধনী সংসদ নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য নিয়োজিত থাকবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফিউচার ইনভেস্টমেন্ট সম্মেলনে অংশ নিতে সৌদি যুবরাজের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা ইউনূস বর্তমান সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই: জিএম কাদের জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ জাতীয় ঐকমত্য কমিশনের কারাগারে মারা গেছেন শিকাগোতে ফিলিস্তিনি শিশু হত্যাকারী শুবা

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, খোঁজ নেই পাঁচ জেলের

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৭:৫২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৭:৫২:০৬ অপরাহ্ন
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, খোঁজ নেই পাঁচ জেলের ডুবে যাওয়া ট্রলার। ছবি: সংগৃহীত

গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় চার দিন ধরে নিখোঁজ রয়েছেন পাঁচ জেলে। আজ মঙ্গলবার পর্যন্ত তাদের সঙ্গী বাকি ১০ জেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সমুদ্রে মাছ ধরতে এফবি সাগরকন্যা নামে একটি ট্রলার ১৫ জেলে নিয়ে পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর থেকে বঙ্গোপসাগরে পাড়ি জমায়। শুক্রবার সকালে গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি।



 
 

নিখোঁজ পাঁচ জেলে হলেন– মিঠাগঞ্জ ইউনিয়নের ইদ্রিস, কালাম, নজরুল ইসলাম, মাঝি আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিন। উদ্বিগ্ন স্বজনরা তাদের সন্ধানে বিভিন্ন স্থানে ছোটাছুটি করছেন। পরিবারগুলোয় চলছে হাহাকার।

অন্য জেলেদের সহযোগিতায় আজ পর্যন্ত উদ্ধার হওয়া ১০ জেলে হলেন– কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের সাগর, রাজিব, ইব্রাহিম, মো. সাগর, রাহাত, হারুন, আলীপুরের হাসান আকন, বালিয়াতলীর হাসান, আমতলীর মহিষকাটার রফিক ও নোয়াখালীর হারুন। এর মধ্যে রাজিব, রফিক ও রাহাতের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।


 

উদ্ধার হওয়া জেলে হাসান আকন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তাদের ট্রলারটি দুমড়েমুচড়ে গিয়ে ডুবে যায়। এ সময় তাদের কাছ থেকে একজন হারিয়ে যান। বাকি ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দুই দফায় আরও পাঁচজন হারিয়ে যান। পরে তারা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছলে সোমবার গভীর রাতে মাছ ধরার দুটি ট্রলার দুই দফায় ৯ জনকে উদ্ধার করে। এদিকে, গতকাল সকালে কুয়াকাটাসংলগ্ন প্রায় ২০০ কিলোমিটার গভীর সাগর থেকে একজনকে উদ্ধার করা হয়।

নিখোঁজ জেলে ইদ্রিসের শ্বশুর মো. এমদাদুল বলেন, মেয়েজামাইর জন্য আমরা পরিবারের সবাই খুব দুশ্চিন্তায় আছি। এখনও তার কোনো সন্ধান পাচ্ছি না।


 

নিখোঁজ জেলে আব্দুর রশিদের ভাই ফয়েজ আলী জানান, ট্রলার নিয়ে তাদের তিন থেকে চার দিন পর ফেরার কথা ছিল। না আসায় আমরা বোট (ট্রলার) মালিকের কাছে যাই, তিনিও কিছু জানেন না। এখন যারা ফিরে এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন ট্রলারটি তলিয়ে যাওয়ার পর যে যা পেয়েছেন তা নিয়ে ভেসে ছিলেন। সমুদ্রের জোয়ার কাকে কোথায় নিয়ে গেছে কেউ বলতে পারে না। 

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, গত শনিবার ট্রলার মালিক উপজেলার লালুয়া এলাকার মৎস্য ব্যবসায়ী কিশোর হাওলাদার জেলে নিখোঁজ উল্লেখ করে একটি জিডি করেছেন। এখন পর্যন্ত ১০ জন উদ্ধার হয়েছেন। বাকিদের সন্ধানের চেষ্টা চালাচ্ছি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশের ১১ দিনের বিশেষ অভিযান শুরু

পুলিশের ১১ দিনের বিশেষ অভিযান শুরু