চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেও এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
এর আগে পেহেলগাম হামলার পর তিনি পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পক্ষে ছিলেন। তবে এবার তিনি বলেন, "খেলা থেমে থাকা উচিত নয়, যদিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রয়োজন।"
১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী — ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে একই গ্রুপে আছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এশিয়া কাপ এবার আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে, দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের কারণে নিরপেক্ষ ভেন্যু নির্ধারিত হয়েছে। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ম্যাচ বাতিল হয় ভারতীয় খেলোয়াড়দের অনীহার কারণে। শিখর ধাওয়ান জানান, "দেশের চেয়ে বড় কিছু নেই।"
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মোহসিন নকভি টুর্নামেন্টের সূচি প্রকাশ করে এটিকে "সেরা এশিয়া কাপ" হিসেবে আখ্যা দিয়েছেন।