ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ মাসেই হাফেজ কুমিল্লার ৯ বছরের গালিব যে কারির কণ্ঠে প্রথম পূর্ণ কোরআন রেকর্ড করা হয় জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স শূন্য ৯ ব্যাংক, রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক! পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে পিএসসির সংশোধনী সংসদ নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য নিয়োজিত থাকবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফিউচার ইনভেস্টমেন্ট সম্মেলনে অংশ নিতে সৌদি যুবরাজের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা ইউনূস বর্তমান সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই: জিএম কাদের জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ জাতীয় ঐকমত্য কমিশনের কারাগারে মারা গেছেন শিকাগোতে ফিলিস্তিনি শিশু হত্যাকারী শুবা কেন ৩০০টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করেছে চীন? ব্যাংককের মার্কেটে এলোপাতাড়ি গুলি, নিহত ৬ ১ আগস্ট থেকে কার্যকর মার্কিন শুল্ক, এখনো চুক্তি অধরা বাংলাদেশের নির্বাচনে ফায়দা লুটতে আসামের বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ করছে বিজেপি খাদ্য ও ওষুধ সহ হাজার টনের ত্রাণ পুড়িয়ে দিল ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে দুই শতাধিক এমপি’র চিঠি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ আরাকান আর্মির নির্যাতনে আবারও বাংলাদেশে রোহিঙ্গা পরিবার আবু উবায়দার আহ্বানে সাড়া দিয়ে গাজার সাহায্যে আন্তর্জাতিক আলেম সমন্বয় কমিটির জরুরি কর্মপরিকল্পনা ঘোষণা আল আকসার খতিবকে মসজিদের ভেতর থেকে গ্রেপ্তার করল দখলদার ইসরায়েল

কেন ৩০০টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করেছে চীন?

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৬:৪৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৬:৪৬:০৩ অপরাহ্ন
কেন ৩০০টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করেছে চীন? ছবি: সংগৃহীত
এশিয়ার দীর্ঘতম জলপথের বাস্তুসংস্থান চীনের ইয়াংজি নদী হুমকির মুখে। আর তাই এটি পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে ৩০০ টি বাঁধ ধ্বংস করেছে দেশটি। বন্ধ করে দেয়া হয়েছে ছোট ছোট বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র।
 
চীনের নিউজ এজন্সি সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছ, রেড রিভার নামে পরিচিত চিশুই হে নদীর ৩৫৭টি বাঁধের মধ্যে ২০২৪ সালের ডিসেম্বরের শেষ নাগাদ ৩০০ টি বাঁধ ভেঙে ফেলা হয়েছে।
 
সিনহুয়ার ঐ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইতোমধ্যে ৩৭৩টি ছোট জলবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ৩৪২টি বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে অনেক বিরল মাছের প্রজাতি তাদের প্রাকৃতিক প্রজনন চক্র পুনরায় শুরু করতে সক্ষম হয়েছে।
 
রেড রিভার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান, গুইঝো এবং সিচুয়ানের মধ্য দিয়ে ৪০০ কিলোমিটার (২৪৯ মাইল) এরও বেশি এলাকা জুড়ে প্রবাহিত হয়। বিজ্ঞানিরা এটিকে ইয়াংজি নদীর ওপরের অংশে বিরল এবং স্থানীয় মাছের প্রজাতির শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করেন।
 
কয়েক দশক ধরে, জলবিদ্যুৎ কেন্দ্র এবং বাঁধের কারণে জলপ্রবাহ ক্রমশ বন্ধ হয়ে গেছে। ফলে নদীর ভাটিতে পানির পরিমাণ সীমিত হয়ে পড়ে এবং কিছু অংশ সম্পূর্ণ শুকিয়ে যায়।
 
যার প্রভাব পড়ে জলজ প্রাণীদের ওপর। মারাত্মকভাবে হ্রাস পায় মাছের উপযুক্ত আবাসস্থল এবং ডিম ছাড়ার জায়গার সংখ্যা।
 
এসব বাঁধ ও জল বিদ্যুৎ প্রকল্পের কারণে চাইনিজ প্যাডেলফিশ, মিঠা পানির স্টারজন প্রজাতির মাছগুলো ২০২২ সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেটিভ অফ ন্যাচার কর্তৃক বিলুপ্ত ঘোষণা করা হয়।
 
মূলত বাঁধ নির্মাণ এবং ইয়াংজি নদীতে জাহাজ শিল্পের বিকাশের ফলে ১৯৭০ এর দশক থেকে স্টার্জনের প্রাকৃতিক জনসংখ্যা তীব্রভাবে হ্রাস পেয়েছে। ২০০০ সাল থেকে সমগ্র ইয়াংজি নদীতে প্রাকৃতিকভাবে প্রজনন করা কোনও স্টারজন পাওয়া যায়নি।
 
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বৃহৎ পরিসরে বিপন্নপ্রায় মাছের বাস্তুসংস্থান পুনরুদ্ধারের কাজ শুরু করে চীন। ফলে বিলুপ্তপ্রায় ইয়াংজি স্টার্জনসহ জলজ বন্যপ্রাণীর বিভিন্ন প্রজাতিগুলো তাদের আবাসস্থল এবং প্রাণশক্তি ফিরে পেয়েছে।
 
সিনহুয়া জানিয়েছে, চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস ইনস্টিটিউট অফ হাইড্রোবায়োলজির বিজ্ঞানীদের একটি দল এই মাছের প্রজাতি পুনরুদ্ধারে আশাব্যঞ্জক সাড়া পেয়েছেন।
 
উহানের ইনস্টিটিউটের গবেষক লিউ ফেইয়ের নেতৃত্বে এই দলটি ২০২৩ এবং ২০২৪ সালে রেড রিভারে ইয়াংজি স্টার্জনের দুটি দল ছেড়ে দেয়। যারা জলজ পরিবেশের সাথে সফলভাবে খাপ খাইয়ে নিয়েছে এবং বেড়ে উঠছে।
 
গবেষকরা জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে, তারা মাছের প্রাকৃতিক ডিম ছাড়ার আচরণ এবং সফলভাবে পোনার প্রজনন লক্ষ্য করেছেন। সংবাদ সংস্থাকে লিউ বলেছেন, এই অর্জন ইঙ্গিত দেয় যে রেড রিভারের বর্তমান পরিবেশগত পরিবেশ এখন ইয়াংজি স্টার্জনের আবাসস্থল এবং প্রজনন চাহিদা পূরণ করতে পারে।
 
জলজ আবাসস্থল হিসেবে ইয়াংজি নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রক্ষার জন্য চীন একাধিক নীতিগত ব্যবস্থা গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে ২০২০ সালে আরোপিত ১০ বছরের মাছ ধরার নিষেধাজ্ঞা, নদীর জীববৈচিত্র্যকে প্রভাবিত করে এমন ছোট জলবিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ।
 
উদাহরণস্বরূপ, ২০২১ সালের শেষ নাগাদ সিচুয়ান ১,২২৩টি জলবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়। এ ছাড়া জলজ প্রাণীদের বংশবৃদ্ধি ও প্রজননের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে স্থানীয় সরকার নদীতে বালি উত্তোলন কঠোরভাবে নিষিদ্ধ করেছে।
 
গত বছরের আগস্টে প্রকাশিত এক বিবৃতিতে বেইজিং ঘোষণা করে যে, মাছ ধরার নিষেধাজ্ঞা এবং অন্যান্য ব্যবস্থা চালু হওয়ার পর থেকে জলজ জীববৈচিত্র্যের ধারাবাহিকভাবে উন্নতি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স শূন্য ৯ ব্যাংক, রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক!

জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স শূন্য ৯ ব্যাংক, রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক!