ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স শূন্য ৯ ব্যাংক, রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক! পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে পিএসসির সংশোধনী সংসদ নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য নিয়োজিত থাকবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফিউচার ইনভেস্টমেন্ট সম্মেলনে অংশ নিতে সৌদি যুবরাজের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা ইউনূস বর্তমান সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই: জিএম কাদের জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ জাতীয় ঐকমত্য কমিশনের কারাগারে মারা গেছেন শিকাগোতে ফিলিস্তিনি শিশু হত্যাকারী শুবা কেন ৩০০টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করেছে চীন? ব্যাংককের মার্কেটে এলোপাতাড়ি গুলি, নিহত ৬ ১ আগস্ট থেকে কার্যকর মার্কিন শুল্ক, এখনো চুক্তি অধরা বাংলাদেশের নির্বাচনে ফায়দা লুটতে আসামের বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ করছে বিজেপি খাদ্য ও ওষুধ সহ হাজার টনের ত্রাণ পুড়িয়ে দিল ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে দুই শতাধিক এমপি’র চিঠি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ আরাকান আর্মির নির্যাতনে আবারও বাংলাদেশে রোহিঙ্গা পরিবার আবু উবায়দার আহ্বানে সাড়া দিয়ে গাজার সাহায্যে আন্তর্জাতিক আলেম সমন্বয় কমিটির জরুরি কর্মপরিকল্পনা ঘোষণা আল আকসার খতিবকে মসজিদের ভেতর থেকে গ্রেপ্তার করল দখলদার ইসরায়েল জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাতিল এবং ‘জঙ্গি নাটক’-এর প্রতিবাদে ইন্তিফাদা বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ সিলেটের জালালাবাদে শুরু হলো আমেরিকা-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’

প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে পারে বিদেশি ক্রিকেটার, এনসিএল শুরু সেপ্টেম্বরে

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪০:৩৯ পূর্বাহ্ন
প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে পারে বিদেশি ক্রিকেটার, এনসিএল শুরু সেপ্টেম্বরে সবশেষ এনসিএলে চ্যাম্পিয়ন হয় সিলেট। সংগৃহীত ছবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি ক্রিকেটারের অনুপস্থিতি দীর্ঘদিনের। তবে এবার সেই ধারায় পরিবর্তন আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ফের বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে তারা। ২০০০ সালের দিকে যে নিয়ম চালু ছিল, সেটিতেই ফেরার চিন্তাভাবনা চলছে।
 

এ প্রসঙ্গে বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন বলেন, “আমরা প্রস্তাব দেব—একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।” প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
 

এনসিএলের এবারের আসর অক্টোবরে মাঠে গড়াতে পারে। তার আগে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এনসিএল টি-২০’র আসর, তিনটি ভেন্যুতে। ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। তবে জাতীয় দলের ক্রিকেটারদের অনুপস্থিতির কারণে এ টুর্নামেন্টে থাকবে নতুন মুখদের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ। একই সময়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
 

বিশ্বকাপ ও এশিয়া কাপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি নিয়েও মত দিয়েছেন মিনহাজুল। তাঁর মতে, “বিশ্বকাপের আগে সম্ভাব্য সেরা দল নিয়ে বেশিরভাগ ম্যাচ খেলানো দরকার। তবে ক্রিকেটারদের মানসিকভাবে প্রস্তুত রাখাও জরুরি।” তিনি জোর করে চাপিয়ে দেওয়ার পরিবর্তে ক্রিকেটারদের মানসিক বিশ্রামের ওপর গুরুত্ব দিয়েছেন।
 

সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরুর আগেই গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ও পরিকল্পনার ইঙ্গিত মিলছে বিসিবির পক্ষ থেকে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স শূন্য ৯ ব্যাংক, রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক!

জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স শূন্য ৯ ব্যাংক, রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক!