কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়ি থেকে আবদুর রহিম (৬৪) নামে এক প্রবাসী বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতের ৭ বছর বয়সী নাতি আদিবুর রহমান তুহিন মাদ্রাসা থেকে ফিরে এসে ঘরে তার নানার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।
নিহত আবদুর রহিম মহেশখালীর মাতারবাড়ি এলাকার লাল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।