টানা পাঁচ মাস বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ আগামী মঙ্গলবার থেকে একাডেমিক কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।
রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় স্নাতক পর্যায়ের বিভিন্ন বিভাগের ভিপি ও সিআরদের সঙ্গে আলোচনাকালে উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
তিনি বলেন, “শিক্ষার্থীদের উদ্বেগ ও হতাশা আমরা উপলব্ধি করছি। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চলছে দ্রুত ক্লাস ও পরীক্ষা শুরু করার। সমস্যা সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি। আলোচনা ও সমঝোতার মাধ্যমে একটি স্থায়ী সমাধান সম্ভব।”
উপাচার্য আরও বলেন, “কুয়েট যেন একটি জ্ঞানভিত্তিক ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে, সে লক্ষ্যে আমাদের একযোগে কাজ করতে হবে।”
এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সাহিদুল ইসলাম জানিয়েছেন, একাডেমিক কার্যক্রম শুরু নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত জানানো হবে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এই বিষয়ে একটি সভাও অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। পরে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ৪ মে থেকে শিক্ষকরা একাডেমিক কার্যক্রম বর্জন করেন। এরই ধারাবাহিকতায় ২৬ এপ্রিল উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ এবং পরবর্তীতে ২২ মে অন্তর্বর্তীকালীন উপাচার্য পদত্যাগ করেন।
শেষমেশ ১৮ জুলাই বুয়েটের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালীকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর নেতৃত্বে দীর্ঘদিন পর কুয়েটের পাঠদান কার্যক্রম ফের শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।