ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে পিএসসির সংশোধনী সংসদ নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য নিয়োজিত থাকবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফিউচার ইনভেস্টমেন্ট সম্মেলনে অংশ নিতে সৌদি যুবরাজের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা ইউনূস বর্তমান সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই: জিএম কাদের জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ জাতীয় ঐকমত্য কমিশনের কারাগারে মারা গেছেন শিকাগোতে ফিলিস্তিনি শিশু হত্যাকারী শুবা কেন ৩০০টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করেছে চীন? ব্যাংককের মার্কেটে এলোপাতাড়ি গুলি, নিহত ৬ ১ আগস্ট থেকে কার্যকর মার্কিন শুল্ক, এখনো চুক্তি অধরা বাংলাদেশের নির্বাচনে ফায়দা লুটতে আসামের বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ করছে বিজেপি খাদ্য ও ওষুধ সহ হাজার টনের ত্রাণ পুড়িয়ে দিল ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে দুই শতাধিক এমপি’র চিঠি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ আরাকান আর্মির নির্যাতনে আবারও বাংলাদেশে রোহিঙ্গা পরিবার আবু উবায়দার আহ্বানে সাড়া দিয়ে গাজার সাহায্যে আন্তর্জাতিক আলেম সমন্বয় কমিটির জরুরি কর্মপরিকল্পনা ঘোষণা আল আকসার খতিবকে মসজিদের ভেতর থেকে গ্রেপ্তার করল দখলদার ইসরায়েল জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাতিল এবং ‘জঙ্গি নাটক’-এর প্রতিবাদে ইন্তিফাদা বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ সিলেটের জালালাবাদে শুরু হলো আমেরিকা-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’ জাতিসংঘ মুসলমানদের পক্ষে কখনো কাজ করে না,অমুসলিমদের অধিকার রক্ষায় তাদের কাজ : এনায়েতুল্লাহ আব্বাসী

চাঁদাবাজি বরদাশত নয়, বিএনপির নাম ব্যবহার করলেও ছাড় নেই: আমিনুল হক

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:১১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:১১:৪৬ পূর্বাহ্ন
চাঁদাবাজি বরদাশত নয়, বিএনপির নাম ব্যবহার করলেও ছাড় নেই: আমিনুল হক সংগৃহীত ছবি

চাঁদাবাজি যেই করুক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না—even যদি সে বিএনপির নাম ব্যবহার করে—মর্মে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
 

শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বর হোপ মার্কেট ব্যবসায়ীদের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কাউকে চাঁদা দেবেন না। কেউ যদি বিএনপির পরিচয় দিয়ে চাঁদা দাবি করে, তবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
 

তিনি অভিযোগ করেন, “পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু চক্র বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। এতে দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। বিএনপি কখনোই এ ধরনের অপকর্ম বরদাশত করবে না।”
 

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বর্তমান সরকারের অদক্ষতা ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। বিএনপি ক্ষমতায় এলে অর্থনীতি পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”
 

ব্যবসায়ীদের আশ্বস্ত করে আমিনুল হক বলেন, “আপনারা যারা অস্থায়ীভাবে ব্যবসা করছেন, আমরা ক্ষমতায় এলে আপনাদের জন্য স্থায়ী মার্কেট নির্মাণ করব যাতে নিরাপদে ব্যবসা চালিয়ে যেতে পারেন।”
 

পরে বিকেলে একই ওয়ার্ডে জাতীয় মুকুল ফৌজ মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আমিনুল হক।
 

সভাগুলোর সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজু এবং যুবদল পল্লবী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পি।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবির, যুবদল নেতা নূর সালাম, গোলাম কিবরিয়া, ছাত্রদল নেতা সোহেল হাসান ও খোরশেদ ইসলাম নীরব প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার