হঠাৎই দেবে গেল রাস্তা। চোখের পলকেই তৈরি হলো বিশাল গর্ত। আর সেই গর্তের মধ্যে গিয়ে পড়ল চলন্ত গাড়ি। ভয়াবহ এই ঘটনা প্রত্যক্ষ করলে সিঙ্গাপুরবাসী।
শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে সিঙ্গাপুরের মাউন্টব্যাটেন রোড এবং নিকোল হাইওয়ের সংযোগস্থলের কাছে ঘটে এই ঘটনা। তানজং কাটং রোড সাউথ বরাবর রাস্তার একটি অংশ হঠাৎ ধসে পড়ে। তৈরি হয় এক বিশাল সিঙ্কহোল বা গর্ত যা সঙ্গে সঙ্গে পানিতে ভরে যায়।
আর পানিতে ভরা সেই গর্তে গিয়ে পড়ে চলন্ত এক গাড়ি। গাড়িটিতে ছিলেন এক নারী চালক। তিনি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই রাস্তার একটি অংশ দেবে গিয়ে বিশাল গর্ত তৈরি হয়। তখন ওই নারী গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সেই গর্তের মধ্যে পড়ে যায়।
জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় চালককে তার দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করা হয়। এবং তাৎক্ষণিকভাবে তাকে তান টক সেং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আঘাত গুরুতর হলেও বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন।