রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন পাঁচজন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা বর্তমানে গুলশান থানার হেফাজতে রয়েছেন।
চাঁদাবাজ চক্রের নেতৃত্ব দেন আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫) নামের এক যুবক। তিনি নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে এই অপকর্মে নেতৃত্ব দেন। তার সঙ্গে ধরা পড়েছেন ইব্রাহীম হোসেন (২৪), মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১) ও মো. আমিনুল ইসলাম (১৩)।
তথ্যমতে, চক্রটি কয়েকদিন আগে এক সাবেক সংসদ সদস্যের বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে তারা ১০ লাখ টাকা নিয়ে আসে। অবশেষে শনিবার বাকি টাকা নিতে গেলে এলাকাবাসীর সহায়তায় তাদের হাতেনাতে আটক করা হয়।
ধৃতদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা হলেও থাকেন ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায়। ইব্রাহীমের গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসদী গ্রামে। আর সবচেয়ে কম বয়সী সদস্য আমিনুল বাড্ডা আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। সাদমান নাটোরের লালপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং এ চক্রের পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সমন্বয়কের ছদ্মবেশে চাঁদাবাজি, গুলশানে যুবকসহ পাঁচজন আটক
- আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১০:৩৬:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১০:৩৬:৫৫ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ