বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ২৪ জুলাই মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুস্তাফিজুর রহমানকে এ পদে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের চেয়ারম্যান ও নির্বাহী সচিবের মধ্যে বিরোধপূর্ণ আচরণ এবং কার্যক্রমে স্থবিরতার কারণে সার ব্যবসায় উদ্বেগ দেখা দিয়েছে। ফলে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসককে আগামী ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট মহলে কেউ কেউ এই সিদ্ধান্তকে সময়োপযোগী বললেও অনেকে এটিকে অস্বস্তিকর নজির বলেও অভিহিত করেছেন। তবে মন্ত্রণালয় জানিয়েছে, সার খাতকে স্বচ্ছ ও স্থিতিশীল রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।