এছাড়াও বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে মুক্ত রাখতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমীর ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী পীর জৈনপুরী।
আজ শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর শাপলা চত্বরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে আয়ােজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন তিনি।
ড. আব্বাসী বলেন, ‘বাংলাদেশকে পরিকল্পিতভাবে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ভারতীয় আধিপত্যবাদ ও মার্কিন আগ্রাসন থেকে দেশকে মুক্ত রাখতে প্রয়োজনে আমরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি দিতে বাধ্য হবো। প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে বাংলাদেশে।’