শুক্রবার (২৫ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় জানানো হয়, বিকেল ৪টা থেকে রাত ১টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ-পূর্ব ও পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ বিকেলে উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপ কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি ছাড়িয়ে যেতে পারে এবং উপকূলীয় এলাকায় প্রায় ৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।