শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। সভার শুরুতে উত্তরায় মাইলস্টোন কলেজ দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এনসিপি নেতারা।
এর আগে নাহিদ ইসলাম জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সহানুভূতি জানান। জুমার নামাজের পর একটি পদযাত্রা সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়, যেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, "ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। এখন সময় নতুন বাংলাদেশ গড়ার। যতদিন না নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠিত হচ্ছে, ততদিন আন্দোলন চলবে।"
তিনি আরও বলেন, “মুজিববাদ নানা ছলচাতুরি করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশে আর মুজিববাদের রাজনীতি হবে না। একদলীয় শাসন, ঘুষ-দুর্নীতি, সংখ্যালঘু নির্যাতন, ভারত নির্ভরতা ও ধর্মবিদ্বেষমূলক রাজনীতির বিরুদ্ধে সামাজিক-সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শকে রক্ষা করতে হবে।”
এই কর্মসূচিকে কেন্দ্র করে সুনামগঞ্জ শহরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন স্থানে এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে তোরণও নির্মাণ করা হয়।