বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই দোয়া ও প্রার্থনার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা নিয়ে ভিন্নতা রয়েছে। আইএসপিআর ৩১ জনের মৃত্যুর তথ্য দিলেও স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে নিহতের সংখ্যা ৩৩ উল্লেখ করা হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু।