ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাতিল এবং ‘জঙ্গি নাটক’-এর প্রতিবাদে ইন্তিফাদা বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ সিলেটের জালালাবাদে শুরু হলো আমেরিকা-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’ জাতিসংঘ মুসলমানদের পক্ষে কখনো কাজ করে না,অমুসলিমদের অধিকার রক্ষায় তাদের কাজ : এনায়েতুল্লাহ আব্বাসী পুরোনো স্ক্রিপ্টে জঙ্গি নাটক খেলার সুযোগ আর নয় সামরিক সম্পর্ক আরো জোরদারে ভারত-ইসরাইলের বৈঠক ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে জমিয়তের বিক্ষোভে উত্তাল বায়তুল মোকাররম নিম্নচাপের প্রভাবে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা উত্তরায় বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩, চিকিৎসাধীন ৫০; সরকারি তালিকা প্রকাশ বাংলাদেশ এখন ফিটনেসবিহীন রাষ্ট্র: সুনামগঞ্জে পথসভায় নাহিদ ইসলাম উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও প্রার্থনা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন ডুয়েটে সমকামিতায় সম্পৃক্ততার অভিযোগে ৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সামরিক সংঘাতে নিহত ১২ জন পোশাক নিয়ে সার্কুলারটি পরামর্শমূলক, কারও স্বাধীনতা খর্ব হবে না: বাংলাদেশ ব্যাংক মাইলস্টোন স্কুলের নিহত দুই শিক্ষিকাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত আমাদের হৃদয় বাংলাদেশের জনগণের জন্য ব্যথিত: আনোয়ার ইব্রাহিমের কন্যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন সরকারি চাকরি আইন দ্বিতীয়বার সংশোধন: আন্দোলনে অংশ নিলে চাকরি থেকে বরখাস্তের বিধান ২০ বছরে সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন, খরচ হয়নি ৭২ হাজার কোটি টাকা বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল

টানা বৃষ্টিতে খুলনায় সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে স্বল্প আয়ের মানুষ

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৪৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১১:৪৫:১১ পূর্বাহ্ন
টানা বৃষ্টিতে খুলনায় সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে স্বল্প আয়ের মানুষ ছবি সংগৃহীত

খুলনাসহ দক্ষিণাঞ্চলে কয়েকদিনের টানা বৃষ্টিপাতে ব্যাপক প্রভাব পড়েছে কাঁচা বাজারে। মাঠ-ঘাট প্লাবিত হওয়ায় পানির নিচে তলিয়ে গেছে অসংখ্য ফসলের ক্ষেত। বিশেষ করে সবজি চাষিরা পড়েছেন চরম ক্ষতির মুখে।


লাউ, বেগুন, বরবটি, ঢেঁড়স, কাঁচামরিচ, কচুরলতি, কাঁকরোলসহ নানান মৌসুমি সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এরই প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত।


শুক্রবার (২৫ জুলাই) খুলনার নতুন বাজার, জোড়াকল বাজার, মিস্ত্রীপাড়া বাজার ও শেখপাড়া বাজার ঘুরে দেখা গেছে, যেখানে এক সপ্তাহ আগেও ৪০ টাকায় একটি লাউ পাওয়া যেত, এখন তা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। চালকুমড়া প্রতি পিস ৫০-৬০ টাকা, বেগুন কেজিতে ১০০-১১০ টাকা, বরবটি ৮০-৯০ টাকা, উচ্ছে ৬০-৭০ টাকা, ঢেঁড়স ৫৫-৬০ টাকা, কাঁকরোল ৬০-৭০ টাকা, কচুর লতি ও কচুর মুখি ৫০-৬০ টাকা, পটোল ৪০-৫০ টাকা, ঝিঙে ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ — দেশি মরিচের কেজি ১২০ থেকে ১৬০ টাকা।


এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নাকাল হয়ে পড়েছেন স্বল্প ও মধ্য আয়ের মানুষ। নতুন বাজারে বাজার করতে আসা চাকরিজীবী খন্দকার আরিফুল ইসলাম বলেন, “বৃষ্টির আগে ৬০ টাকায় বেগুন কিনেছি, আজ সেটাই ১০০ টাকা। বৃষ্টিকে অজুহাত বানিয়ে দাম বাড়ানো হচ্ছে।”


একই বাজারের গৃহিণী নাসিমা বেগম বলেন, “বাজারে ঢুকেই মাথায় হাত। এই দামে সবজি কিনে রান্না করাও কঠিন। দিনমজুর কিংবা সীমিত আয়ের মানুষ কীভাবে চলবে?”


তবে খুচরা বিক্রেতারা বলছেন, এর পেছনে রয়েছে প্রকৃত কারণ। জোড়াকল বাজারের সবজি বিক্রেতা ইব্রাহিম বলেন, “টানা বৃষ্টিতে কৃষকের ক্ষেত নষ্ট হয়ে গেছে। বাজারে ফসল কম আসছে, তাই দাম বাড়ছে। আমরা লাভ করে বিক্রি করছি না।”


আরেক বিক্রেতা নারায়ণ বাবু জানান, “চাষিরা জমিতে ঢুকতেই পারছে না। যেটুকু ফসল ছিল, তাও নষ্ট হয়ে গেছে। ফলে বাজারে নতুন সবজি আসছে না। সরবরাহের ঘাটতিই মূল কারণ।”


সব মিলিয়ে খুলনা অঞ্চলের টানা বৃষ্টি শুধু ফসলের ক্ষতিই নয়, নিত্যপ্রয়োজনীয় বাজারেও বড় ধরনের ধাক্কা দিয়েছে। সাধারণ মানুষকে এর বোঝা বইতে হচ্ছে হাড়ে হাড়ে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতিসংঘ মুসলমানদের পক্ষে কখনো কাজ করে না,অমুসলিমদের অধিকার রক্ষায় তাদের কাজ : এনায়েতুল্লাহ আব্বাসী

জাতিসংঘ মুসলমানদের পক্ষে কখনো কাজ করে না,অমুসলিমদের অধিকার রক্ষায় তাদের কাজ : এনায়েতুল্লাহ আব্বাসী