ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাতিল এবং ‘জঙ্গি নাটক’-এর প্রতিবাদে ইন্তিফাদা বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ সিলেটের জালালাবাদে শুরু হলো আমেরিকা-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’ জাতিসংঘ মুসলমানদের পক্ষে কখনো কাজ করে না,অমুসলিমদের অধিকার রক্ষায় তাদের কাজ : এনায়েতুল্লাহ আব্বাসী পুরোনো স্ক্রিপ্টে জঙ্গি নাটক খেলার সুযোগ আর নয় সামরিক সম্পর্ক আরো জোরদারে ভারত-ইসরাইলের বৈঠক ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে জমিয়তের বিক্ষোভে উত্তাল বায়তুল মোকাররম নিম্নচাপের প্রভাবে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা উত্তরায় বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩, চিকিৎসাধীন ৫০; সরকারি তালিকা প্রকাশ বাংলাদেশ এখন ফিটনেসবিহীন রাষ্ট্র: সুনামগঞ্জে পথসভায় নাহিদ ইসলাম উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও প্রার্থনা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন ডুয়েটে সমকামিতায় সম্পৃক্ততার অভিযোগে ৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সামরিক সংঘাতে নিহত ১২ জন পোশাক নিয়ে সার্কুলারটি পরামর্শমূলক, কারও স্বাধীনতা খর্ব হবে না: বাংলাদেশ ব্যাংক মাইলস্টোন স্কুলের নিহত দুই শিক্ষিকাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত আমাদের হৃদয় বাংলাদেশের জনগণের জন্য ব্যথিত: আনোয়ার ইব্রাহিমের কন্যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন সরকারি চাকরি আইন দ্বিতীয়বার সংশোধন: আন্দোলনে অংশ নিলে চাকরি থেকে বরখাস্তের বিধান ২০ বছরে সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন, খরচ হয়নি ৭২ হাজার কোটি টাকা বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল

৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করব: নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৫৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৯:২৬:৪৩ অপরাহ্ন
৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করব: নাহিদ ইসলাম পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশবাসী আমাদের সঙ্গে রয়েছে। আমরা আশাবাদী, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে নিতে পারব।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে ‘জুলাই পদযাত্রা’ শেষে পথসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

 

নাহিদ ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে জীবন দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আলেম সমাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন বঞ্চিত ছিল। গ্যাসের বেশির ভাগ এই ব্রাহ্মণবাড়িয়ায় উৎপাদন হলেও এখানকার মানুষ গ্যাস পায় না। উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়। প্রত্যেক জেলায় সুষম উন্নয়ন করতে হবে।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াবাসী জীবন দিয়েছে, কিন্তু আপস করেনি। আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে এনসিপির পাশে থাকারও আহবান জানান তিনি।


 

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শুধু মুখের কথা নয়, জীবন ও রক্ত দিয়ে পরিবর্তন
চেয়েছি। প্রয়োজনে আবারও জীবন দিয়ে বাংলাদেশকে পুনর্গঠিত করব।


তিনি বলেন, শাপলা চত্বরে মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার পাইনি হেফাজত। যারা শহীদ হয়েছেন রাষ্ট্র এখনও তাদের স্বীকৃতি দেয়নি। শহীদদের রাষ্টীয়ভাবে স্বীকৃতির পাশাপাশি ওইসব ঘটনায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে।


 

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। ফ্যাসিবাদবিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে। 

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে জালেমের শাসনের পতন হয়েছে। প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে আর হবে না।

এনসিপি ব্রাহ্মণবাড়িয়ার প্রধান সমন্বয়কারী সদস্য আজিজুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো.
আতাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহ আলম মাহমুদ জিহান ও মাওলানা আশরাফ উদ্দিন মাহদী প্রমুখ।



আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপি।দুপুর পৌনে ১২টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা শুরু হয়। এই সময় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসূচি শেষে এনসিপির নেতারা দুপুরেই হবিগঞ্জে উদ্দেশে যাত্রা করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতিসংঘ মুসলমানদের পক্ষে কখনো কাজ করে না,অমুসলিমদের অধিকার রক্ষায় তাদের কাজ : এনায়েতুল্লাহ আব্বাসী

জাতিসংঘ মুসলমানদের পক্ষে কখনো কাজ করে না,অমুসলিমদের অধিকার রক্ষায় তাদের কাজ : এনায়েতুল্লাহ আব্বাসী