মাথায় কালো হিজাব, হাতে-পায়ে মোজা, গায়ে বোরকা— পুরোপুরি নারীর বেশে রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক। তবে পুলিশের তল্লাশিতে ধরা পড়ে বেরিয়ে আসে তার আসল পরিচয়।
বুধবার (২৩ জুলাই) রাতে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান তল্লাশি চৌকিতে (চেকপোস্ট) এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম রশিদ আহমদ (২৭)। তিনি টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ফরিদ আহমেদের ছেলে।
পুলিশ জানায়, ওই যুবক আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়িয়ে আশ্রয় শিবির থেকে বের হয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন— এমন সন্দেহ রয়েছে। পরে ছদ্মবেশ ধারণ করে শিবিরে ফের প্রবেশের চেষ্টাকালে তাকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বোরকা পরিহিত ওই যুবক হেঁটে তল্লাশি চৌকি পার হওয়ার সময় সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের সময় কথাবার্তা এলোমেলো ছিল। পরে বোরকা খোলার পর আসল পরিচয় পাওয়া যায়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।